Ctrl + A | যে কমান্ডটি টাইপ করা হচ্ছে কার্সর সেটির শুরুতে চলে যাবে | |
Ctrl + E | যে কমান্ডটি টাইপ করা হচ্ছে কার্সর সেটির শেষে চলে যাবে | |
Ctrl + L | স্ক্রীন ক্লিয়ার হয়ে যাবে, clear কমান্ডটির কাজ করবে | |
Ctrl + U | কার্সরের আগের অংশটুকু মুছে দিবে, কার্সর যদি শেষপ্রান্তে থাকে তবে সম্পূর্ণ লাইনটি মুছে যাবে | |
Ctrl + H | backspace এর মত কাজ করবে | |
Ctrl + R | Let's you search through previously used commands | |
Ctrl + C | যে কমান্ডটি চলছিল সেটি বন্ধ হয়ে যাবে | |
Ctrl + D | টারমিনাল বন্ধ হয়ে যাবে ; exit কামন্ডের মত কাজ করবে | |
Ctrl + W | কার্সরের আগের শব্দটি মুছে দিবে | |
Ctrl + K | কার্সরের পরের অংশটুকু মুছে যাবে | |
Esc + T | শেষ দুটি শব্দ সোয়াপ করবে | |
Tab | সম্ভাব্য অ্যাড্রেস পুর্ন করবে (cd /h <ট্যাব চাপুন> -> cd /home/) |
- - Please Notice - -
Content
উবুন্টু টারমিনাল এর সর্টকাট key
There are a lot of shortcut key available when you are in the terminal, here are some mostly used-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment