preload preload preload preload

- - Please Notice - -




Hi buddies....So nice to tell you that Ubuntu 10.10 has been released. Collect yours now.......!! volunteers are requested to order CDs for distribution.......Lets spread the word of UBUNTU!!


উবুন্টু টারমিনাল এর সর্টকাট key

 There are a lot of shortcut key available when you are in the terminal, here are some mostly used-

Ctrl + A
যে কমান্ডটি টাইপ করা হচ্ছে কার্সর সেটির শুরুতে চলে যাবে


Ctrl + E
যে কমান্ডটি টাইপ করা হচ্ছে কার্সর সেটির শেষে চলে যাবে

Ctrl + L
স্ক্রীন ক্লিয়ার হয়ে যাবে, clear কমান্ডটির কাজ করবে


Ctrl + U
কার্সরের আগের অংশটুকু মুছে দিবে, কার্সর যদি শেষপ্রান্তে থাকে তবে সম্পূর্ণ লাইনটি মুছে যাবে

Ctrl + H
backspace এর মত কাজ করবে


Ctrl + R
Let's you search through previously used commands

Ctrl + C
যে কমান্ডটি চলছিল সেটি বন্ধ হয়ে যাবে


Ctrl + D
টারমিনাল বন্ধ হয়ে যাবে ; exit কামন্ডের মত কাজ করবে

Ctrl + W
কার্সরের আগের শব্দটি মুছে দিবে


Ctrl + K
কার্সরের পরের অংশটুকু মুছে যাবে


Esc + T
শেষ দুটি শব্দ সোয়াপ করবে

Tab
সম্ভাব্য অ্যাড্রেস পুর্ন করবে (cd /h  <ট্যাব চাপুন>  ->  cd /home/)

No comments: