preload preload preload preload

- - Please Notice - -




Hi buddies....So nice to tell you that Ubuntu 10.10 has been released. Collect yours now.......!! volunteers are requested to order CDs for distribution.......Lets spread the word of UBUNTU!!


Installing Ubuntu besides Windows (dual boot)

এই টিউটোরিয়াল ব্লগটি লিখার সময় প্রথমে যেটা আসে -"কোথা থেকে শুরু করব?" একেবারে প্রথম থেকে আরম্ভ করলে কেমন হয়?  
(I was just thinking where to start, then I thought why not just start from beginning?)

এখানে যারা একেবারেই নতুন তাদের বোঝার মত করে লিখার চেষ্টা করব। এই টিউটোরিয়াল অনুসরন করলে Windows এর কোন ক্ষতি না করেই পাশাপাশি Ubuntu ইন্সটল করতে পারবেন। 
(Here I will try to make it easy for even new computer users (who is also new about windows installing) to install ubuntu beside any other operating system.)

আপনার কাছে Ubuntu লাইভ সিডি না থাকলে এখানে পাবেন। .iso ফাইলটি কোন সিডিতে বার্ন করে নিথে হবে। আপনি চাইলে Ubuntu এর ফ্রি সিডি-র জন্যে অনুরোধ করতে পারেন এখানে।  ফ্রি সিডি আনতে কোন খরচ নেই  তবে অপেক্ষা করতে হবে ১ মাস এর বেশী, তাছারা আপনার অনুরোধ না রাখার সম্ভাবনাও রয়েছে। এর জন্য আপনার কোন ই-মেইল থেকে Launchpad এ সাইন আপ করতে হবে।
(If you dont have a ubuntu LiveCD click here to download from ubuntu website. Then burn the .iso file to a blank CD. You can even consider requesting a free CD. You will need to signup for a launchpad account and verify it by e-mail.)

ধরলাম আপনি সিডি পেয়েছেন , এখন যা করতে হবে তা হল সিডি থেকে আপনার পিসি স্টার্ট করা। লাইভ সিডি চালু হলে একটি মেনু আসবে যেখানে ভাষা সিলেক্ট করতে হবে। আপনি LocalTeam তেকে সিডি আনলে এটি নাও আসতে পারে। ভাষা সিওলেক্ট করলে নিচের মেন্যুটি দেখবেন-
(If you have a live CD of ubuntu then just insert it to the CD rom of your PC and reboot. The liveCD will start with a menu to choose language. If you choose your language then you will see the following options -)

1. Try ubuntu without any change in your computer
2. Install ubuntu
3. Check CD for defects....
... and some other configuration settings

শরু করার জন্যে প্রথমটাই ভাল(Try ubuntu without any change in your computer)। এটাতে ক্লিক করুন। কিছু সময় নেবে লোড হতে।
Its better to start with (Try ubuntu without any change in your computer). Click it to boot ubuntu live from CD. It will take a few moment.

উবুন্টু চালু হলে নিচের মত একটি Desktop আসবে -
When ubuntu boots completely you will see a desktop somewhat similar like this -
 


মজার ব্যাপার হল , এই লাইভ সিডি কোন ইন্সটল ছারাই বেশ ভাল ভাবেই চালানো যায়। এখানে আপনি উবুন্টু যাচাই কারার একটি সুযোগ পাবেন, Word, mediaplayer, browser এর মত সবই এখানে পাবেন। পছন্দ হলে ডেস্কটপের Install Ubuntu আইকন টি ক্লিক করুন।

 You can try out ubuntu from here. Many programs you use will be there by default. To install ubuntu click on the icon showed in the desktop.





যে Language দরকার তা সিলেক্ট করুন।
Select the language you prefer and press forward.



















আপনার সময়/ এলাকা সিলেক্ট করুন।
Select your region. Just click where you live on the world map (if you are using running CD) or select from drop down list. Press forward.

















বিশেষ কোন কি - বোর্ড লেআউট চাইলে এখানে বাছতে পারেন, নাইলে Next/Forward চাপুন।
Here you can select your Keyboard layout if you want. Just click forward if you want default.




















এই স্টেপটা সবচেয়ে গুরুত্বপুর্ন, এখানেই Ubuntu কোথায়/কিভাবে ইন্সটল হবে তা ঠিক করতে হবে।
সিলেক্ট করুন - "specify partitions manually" এবং Forward চাপুন।
This is the most important part. If you want ubuntu as a second choice beside any other OS select specify partitions manually and click forward.

















Free space হেডিং এ যদি পর্যাপ্ত জাগা(১০/১৫ জিবি যথেষ্ট) না থাকে তাইলে, কোন অপ্রয়োজনীয় পার্টিশন ডিলিট করে নিতে পারন। এর জন্যে পার্টিশন টি সিলেক্ট করে ডিলিট এ ক্লিক করুন। পার্টিশন টি হার্ড ডিস্ক এর শেষ প্রান্তে হলে ভাল।
If you dont have enough space under 'free space' heading then delete a few partition where you dont have important data. To delete a partition select that partition and click delete.


















পার্টিশন তৈরী করতে এবার ফ্রিস্পেস এ ক্লিক করে "Create" এ ক্লিক করুন। আপনার ২টি পার্টিশন দরকার হবে - "/" এবং "swap"। প্রথমটার জন্যে Size হিসেবে সম্পুর্ন ফ্রিস্পেস এর চেয়ে কিছু কম( -১জিবি। যেমন:-  সম্পর্ন ফ্রিস্পেস ১৫ জিবি হলে সইজ ১৪ জিবি ) রাখুন। "Type " হিসেবে "Primary" এবং "Mount Point" হিসেবে - "/" বাছুন। এবার OK চাপুন।
Now select the free partition and click create to create partition for ubuntu. You need 2 partitions. For the first partition set size 1or2 GB less than entire free space and select the options as shown in figure. 'Type' -'Primary' , 'use as'- 'ext3' or 'ext4' , 'mount point' - ' / ' press OK

















এবার দ্বিতীয় পার্টিশন একইভাবে তেরী করুন "Use as"এই সেটিং এ- "swap area" দিয়ে।
Create second partition same way with these setting-
'Use as' - 'swap area'

















হয়ে গেলে Forward চাপুন, সেটিং Import এর window আসলে Forward চাপুন। ব্যাস!! .. .. এবার শুধু অপেক্ষা .. .. .. .. !!
Just click 'forward' - 'forward' to continue...Sit back and wait.

No comments: